আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের (দ্বিতীয় ধাপের) প্রচারণা জমজমাট হয়ে উঠেছে নেছারাবাদে

দেশজুড়ে

মে ১২, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

সোহেল রায়হান- নেছারাবাদ, পিরোজপুর প্রতিনিধি

আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেছারাবাদের সকল প্রার্থীর প্রচার প্রচারণা কার্যক্রমে বিভিন্ন প্রার্থীর উঠান বৈঠক,সভা সমাবেশ, ভোটারদের দারে দারে গিয়ে ভোট ও দোয়া চাওয়া, পুশিং এবং সকল নির্বাচনী প্রচারণায় মুখরিত পুরো নেছারাবাদ এলাকা। বিভিন্ন প্রার্থীর সমর্থকরাও প্রিয় নেতার পাশে থেকে সাপোর্ট ও সকল ধরনের প্রচার প্রচারণায় ব্যস্ত। এই এলাকার প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন প্রার্থীর ক্যাম্প, পোস্টার, ব্যানার, লিফলেটে ছেয়ে গেছে পুরো এলাকা। এরই ধারাবাহিকতায়- ১০ মে শুক্রবার ও ১১ মে শনিবার নেছারাবাদের দৈহাড়ী ইউনিয়ন ও নেছারাবাদের আটঘড় কুড়িয়ানা এলাকায় আনারস মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠকের আয়োজন সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি ও প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন আনারস মার্কার প্রার্থী আলহাজ্ব আব্দুল হক।

আরো উপস্থিত ছিলেন নেছারাবাদের সকল ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানগণ ও এলাকার নেতৃবৃন্দ এবং বিশিষ্ট জনেরা। সকল নেতৃবৃন্দের বক্তৃতায় সবাই আনারস প্রতিকের পক্ষে আলহাজ্ব আব্দুল হক সাহেবকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানান ।

প্রধান অতিথি ও প্রার্থীর বক্তৃতায় আলহাজ্ব আব্দুল হক বলেন, আমি নির্বাচনে জয়ী হলে এই এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। নেছারাবাদ উপজেলা একটি উন্নত উপজেলায় পরিনত হবে। আগামী ১০ দিন আপনারা আমাকে সমর্থন দিয়ে সঠিকভাবে মাঠে ঘাটে কাজ করুন এবং আমার আনারস মার্কায় আগামী ২১ তারিখে আপনাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন বলে আমি আশা করি। আসুন আমরা দেশ ও সমাজকে ভাল কিছু উপহার দেই ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখি।

উল্লেখ্য, নেছারাবাদ উপজেলায় মোট- ১০ টি ইউনিয়ন,সন্ধ্যা নদীর পূর্ব পারে ৪ টি ইউনিয়ন এবং পশ্চিম পাড়ে ৬ টি ইউনিয়ন রয়েছে।
#মোট ভোটার- ১৩১,৯৪৫ জন,#পরুষ ভোটার- ৬৫,৮১৭ জন,#নারী ভোটার- ৬৬,১২৮ জন।
এবার প্রথমবারের মতো এই এলাকায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *