রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা

সেপ্টেম্বর ২২, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ

শওকত আলী হাজারী।।

সম্মিলিত পাঠাগার আন্দোলনের উদ্যোগে “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার ২১ সেপ্টেম্বর ২০২৪ খি: শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও শিক্ষক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংবিধান সংস্কার বা যে কোনো সংস্কারের সুফল হবে না, যদি না মানুষের সংস্কার না হয়। মানুষের সংস্কার করতে না পারলে কোন ফল হবে না। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে। পাঠাগার মানুষের সংস্কার করতে পারে। পড়াশোনার মাধ্যমে পাঠাভ্যাসের মাধ্যমে এর সংস্কার করতে পারে। সংস্কারের জন্য যা করা হয়, বাস্তবে তা কার্যকর হয় না। সংস্কারগুলো কার্যকর করে মানুষ। আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পাঠাভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নেই। ফেসবুকের কারণে মানুষের মনোযোগের সীমা কমে যাচ্ছে। ব্যক্তির জন্য, সমাজের জন্য ক্ষতিকর হচ্ছে।এর প্রতিকার হচ্ছে বই পাঠ। বই পাঠ চিন্তার বিকাশের, কল্পনার বিকাশের সহায়তা করে। মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে। মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে।

সেমিনারে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বেসরকারি পাঠাগার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন‌।

প্রসঙ্গত, “পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়” শ্লোগানকে ধারণ করে ২০২২ সালে টাঙ্গাইলের অর্জুনায় দেশের প্রথম পাঠাগার সম্মেলনে মধ্য দিয়ে বেসরকারি পাঠাগার প্রতিনিধিদের সংগঠনটি যাত্রা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *