পল্লীবন্ধু এরশাদ দেশের জন্য যে অবদান রেখেছেন তা অক্ষয় হয়ে থাকবে: এমপি আশু

পল্লীবন্ধু এরশাদ দেশের জন্য যে অবদান রেখেছেন তা অক্ষয় হয়ে থাকবে: এমপি আশু

দেশজুড়ে

জুলাই ১৪, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি।।

দেশের জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যে অবদান রেখেছেন তা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।

রবিবার (১৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এমপি আশু বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। জুমা’র নামাজের জন্য শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। তার নির্দেশেই রেডিও এবং টেলিভিশনে আজান চালু হয়েছিল। দেশের স্থানীয় সরকারে জেলার পরের স্তরে যে ‘উপজেলা’ রয়েছে, তা এরশাদেরই সৃষ্টি। এই উপজেলা পদ্ধতি প্রবর্তনের জন্যই এরশাদ গণমানসে চির স্মরণীয় হয়ে থাকবেন।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, পৌর জাতীয় পার্টির সভাপতি শেখ আব্দুস সাদেক, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন প্রমুখ।

এসময় জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনু হক ফিরোজ, জেলা যুবসংহতীর সভাপতি আশিকুর রহমান বাপ্পী, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মকফুর রহমান, জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা প্রভাষক মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি কায়মুজ্জামান পাভেল, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সমাজের সহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর জাতীয় পার্টি সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, আইনজীবী সহ ৩ জন জাতীয় পার্টিতে অনুষ্ঠানিকভাবে যোগদান করলে জেলার নেতৃবৃন্দরা তাদেরকে ফুল দিয়ে বারণ করে নেন। পরে হুসেইন মুহম্মদ এরশাদ ও জেলা জাতীয় পার্টির প্রায়ত নেতা নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ দোয়া ও মাহফিল পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ হাসান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *