এনআরবি ওয়ার্ল্ড-এর অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠান

বিজ্ঞান ও প্রযুক্তি

মার্চ ১৮, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ

শওকত আলী হাজারী।।

এনআরবি ওয়ার্ল্ড-এর অ্যাপসের উদ্বোধন করা হয়।
৭ মার্চ ২০২৪ শেরাটন ঢাকায় অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন যৌথভাবে – ঐতিহাসিক ৭ই মার্চের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ’-এর তাৎপর্য তুলে ধরার জন্য এবং আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালন উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এনআরবি ওয়ার্ল্ড-এর অ্যাপসের উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনআরবি ওয়ার্ল্ডের প্রধান উপদেষ্টা ও কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালী প্রদীপ চৌধুরী, বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক রোকেয়া হায়দার, এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরামের চেয়ারম্যান ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ এবং এনআরবি ওয়ার্ল্ড-এর উপদেষ্টা কাজী জামান।
স্বাধীন ল্যাবের হাসানুর রহমান ও আরমান হোসেন এনআরবি ওয়ার্ল্ড-এর অ্যাপসটি উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *