স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটনখাতে অবদানের জন্য ‘টিটা অ্যাওয়ার্ড’ দেবে টোয়াব

অর্থনীতি

মে ২৮, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

দেশের পর্যটনশিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) দেশের পর্যটন খাতে নতুন একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম, টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) প্রদান করতে যাচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটনের প্রচার ও প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান ও উদ্‌যাপনের লক্ষ্যে এই মর্যাদাপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার ২০ মে ২০২৪ খ্রি: হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

আগামী ২৯ মে ২০২৪ খ্রি: হোটেল শেরাটন ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। প্রথম আসরে প্রায় বিশটি (২০) বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে পর্যটনসেবার বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) র সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) র সভাপতি তানজিম আনোয়ার।

সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টোয়াবের এর সাবেক সভাপতি মোঃ রাফেউজ্জামান, ট্যুরিস্ট পুলিশের জনসংযোগ বিভাগের পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, বাংলাদেশ পর্যটন বোর্ডের উপ-পরিচালক সাইফুল হাসান, হোটেল ওয়েস্টিনের মহাব্যবস্থাপক স্টিফেন মেসে, পর্যটন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো ম্যানেজার আকতার আহমেদ, টেকনোলজি পার্টনার এম-৩৬০ আইসিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মোস্তাক আহমেদ, সিইও ফাহিম শাহরিয়ার প্রমুখ।
সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন টোয়াবের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউনুস। সংবাদ সম্মেলনে টোয়াবের সকল পরিচালক ও অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির সকল সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *