নকলায় গাছের সাথে শত্রুতা! সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সংশয়ে ক্ষতিগ্রস্ত পরিবার

দেশজুড়ে

জুন ১৪, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

দেলোয়ার হোসেন, নকলা (শেরপুর)।।

শেরপুরের নকলায় জমি নিয়ে বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামের আকাব্বর আলীর স্ত্রী পারুল বেগম বাদী হয়ে একই এলাকার ২ জনকে বিবাদী ও ৪ জনকে সাক্ষী করে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাউসা গ্রামের পারুল বেগম নামে এক কৃষাণীর সাড়ে ১২ শতাংশ জমির গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষাণী পারুল বেগমসহ তার পরিবারের লোকজন। পারুল বলেন, এমন অপরাধ করেও অজ্ঞাত শক্তির দাপটে উল্টো আমার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে বিচার পাওয়া নিয়ে সংশয়সহ জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

এ ঘটনা শুনার পরে তাৎক্ষণিক কৃষি বিভাগ, পুলিশ বিভাগের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধিগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষাণীর গাছের বাগান পরিদর্শন করেছেন।

এ ব্যপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, পূর্ব শত্রুতা বসত দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এতে কৃষাণী পারুলের অপূরনীয় ক্ষতি হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে ওসি আব্দুল কাদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *