স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা এবং বন্যা দূর্গত এলাকায় হাসপাতালে সেবা প্রদান লক্ষ্যে কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে

জাতীয়

আগস্ট ২৪, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা সৃষ্টি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুচিকিৎসা এবং বন্যা দূর্গত এলাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান বিষয়ে সমন্বয় নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ মন্ত্রণালয়ের ভবন নং ০৩, কক্ষ নং ৩২০ এ দায়িত্ব পালন করবেন। উক্ত কক্ষের ফোন নাম্বার ০২- ৫৫১০১৪২৬ এবং মোবাইল নং – ০১৭৩২ ৬০৯৮৪৬ ।

সার্বিক বিষয়ে উম্মে হাবিবা, উপসচিব স্বাস্থ্য সেবা বিভাগ ফোকাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *