পূর্ব শত্রুতার জেরে মল্লিক মার্কেটে অগ্নিসংযোগ-লুটপাট

দেশজুড়ে

আগস্ট ২৮, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

সায়হাম ইসলাম।।

ফরিদপুর সদরের ধুলদী রেলগেট এলালায় দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়ে একেবারেই নিঃস্ব হয়েছে একটি ব্যবসায়ী পরিবার। সবকিছু হারিয়ে বর্তমানে এ ব্যবসায়ী পরিবারটি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে যাওয়ায় একদিকে পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় থাকার পাশাপাশি ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধে বেশ চাপের মধ্যে রয়েছে পরিবারটি।

অভিযোগে জানা গেছে, গত ৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সুযোগসন্ধানী একদল দূবৃর্ত্ত শহরতলীর মাচ্চর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ধুলদী রেলগেট বাজার এলাকায় অবস্থিত মল্লিক মার্কেটে আগুন দেয়। এসময় মার্কেটের সার, বীজ, কীটনাশক, মুদি মালামাল ও কাপড়ের ৫টি দোকান ও ৩টি গোডাউনে আগুন দিলে এসব প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে যায়। আগুনে এসব প্রতিষ্ঠানের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মার্কেটের কর্ণধার সাইফুল ইসলাম। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুবৃর্ত্ত তাদের ক্ষতিসাধন করতেই পরিকল্পিতভাবে মার্কেটের দোকানগুলোতে আগুন দিয়ে সমস্ত মালামাল পুড়িয়ে দেয়। আগুনে তিনি ও তার ভাইদের ৫টি প্রতিষ্ঠান ও ৩টি গোডাউনে থাকা মালামাল পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি জানান, আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে যাওয়ায় তারা একেবারেই সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এখন পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেয়া আছে। এসব ঋণ কিভাবে পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, আগুনে যে প্রতিষ্ঠানগুলো ভস্মীভূত হয়েছে। এর মধ্যে মেসার্স মল্লিক ট্রেডার্সের নামে রুপালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা, মেসার্স সানাল এন্ড ব্রাদার্স এর নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪০ লাখ এবং মল্লিক এন্টারপ্রাইজের নামে অগ্রণী ব্যাংক থেকে ৪০ লাখ টাকা ঋণ নেওয়া আছে। এসব প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় ঋণ পরিশোধ করতে গিয়ে বেকায়দা অবস্থার মধ্যে পড়েছে এসব প্রতিষ্ঠানের কর্ণধারেরা।

সরেজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট সন্ধ্যার পর বেশ কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মল্লিক মার্কেটে গিয়ে ভাংচুর চালায়। এক পর্যায়ে তারা মার্কেটের দোকান ও গোডাউনগুলোতে আগুন ধরিয়ে দেয়। মার্কেটে থাকা সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। দোকানগুলো থেকে কিছু জিনিস লুটপাট করতেও দেখা যায়।

স্থানীয়দের দাবি, মার্কেটের মালিকের সাথে পূর্ব শত্রুতার জেরে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ করতেই মার্কেটে আগুন দিয়ে ৫টি দোকান ও ৩টি গোডাউন পুড়িয়ে দেয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তারা যেসব প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেসব প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় তারা ঋণ পরিশোধ করতে পারছেন না। তিনি এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *