বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিটি করা প্রয়োজন : মেয়র হানিফ

বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিটি করা প্রয়োজন : মেয়র হানিফ

জাতীয়

আগস্ট ২০, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

মংক্যচিং মারমা, ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ আগস্ট) সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ আলোচক হিসেবে কেন্দ্রীয় কমিটির বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু উপস্থিত ছিলেন।

এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আগস্ট মাস নিষ্ঠুর মাস। পৃথিবীর সবচেয়ে বর্বরতম দিন সংঘটিত হয়েছিলো এই মাসের ১৫ আগস্ট। আমরা হারিয়েছিলাম রাজনীতির বরপুত্র জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারকে। আগস্ট মাস নিষ্ঠুর এই কারণে যে এই মাসেই আমরা পাকিস্তানের নাগরিক হয়েছিলাম। এই মাসের ২১ আগস্ট নরকীয় ঘটনা ঘটেছিলো দেশের ৬৩ জেলায় বোমা হামলা ঘটেছিলো যেখানে সাধারণ মানুষদের হত্যা করা হয়েছিলো। আগস্ট মাসে প্রগতিশীল রাজনীতিবিদদের উপর হামলা করা হয়েছিলো।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেন, স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে এটা কেউ কখনও কল্পনা করতে পারেনি। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির চক্রান্তে কিছু ভাড়াটি সেনারা এ হত্যাকান্ড ঘটিয়েছিল। তিনি আইনমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, অতিদ্রুত বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন গঠন করা হোক। কারণ জাতি জানতে চাই এই হত্যাকান্ডের মূলনেপথ্যে কারা ছিল। তিনি বলেন, ৭৫’র হত্যাকান্ডের মধ্যদিয়ে জাতিকে বিভক্ত করা হয়েছে। সাংগঠনিকভাবে জাতি আজ দু’ভাবে বিভক্ত। একটি শক্তি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে আর অপরটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। যতদিন এ বিভক্ত থাকবে ততদিন এদেশের উন্নয়নে বাধাগ্রস্থ হবে। তাই জাতির সামনে পরিস্কার হওয়া উচিত, কেন কি কারনে এ হত্যাকান্ড ঘটানো হয়েছিল। তাই তদন্ত কমিশন গঠন খুব জরুরী হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *