যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও জিএসপি সুবিধা পাওয়া যাবে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি স্লাইড

আগস্ট ২৫, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো দ্রুত সমাধান করা হবে। বিষয়টি সম্পর্কে হেলেন লাফেভকে আশ্বস্ত করা হয়েছে। তাদের শর্ত পালন করলে জিএসপি সুবিধা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার উন্নয়নের অর্থায়ন নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত নয়। কারণ দেশটির বেশিরভাগ অর্থই অনুদান।

প্রসঙ্গত, কর্ম পরিবেশ উন্নত করার শর্ত দিয়ে ২০১৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে। তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের পর কল-কারখানায় কাজের পরিবেশ উন্নত না হওয়া ইত্যাদিকে দায়ী করে দেশটি। অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির ওপর নিষেধাজ্ঞা আরোপের এতদিন পেরোলেও তা প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *