গজারিয়ায় ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় জুনিয়র পরিসংখ্যান সহকারী নিহত

গজারিয়ায় ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় জুনিয়র পরিসংখ্যান সহকারী নিহত

দেশজুড়ে

আগস্ট ২২, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

মিলন সরদার।।

মুন্সীগঞ্জের গজারিয়ায় অফিস থেকে বাসার ফেরার পথে ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ মোবারক হোসেন (৩৫)। সে চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সোমবার (২১ আগস্ট) অফিসের কাজ শেষ করে উপজেলা পরিষদের পাশে একটি মসজিদে নামাজ আদায় করেন গজারিয়া উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী মোবারক হোসেন। নামাজ শেষে বাসার উদ্দেশ্যে বের হলে উপজেলা পরিষদের অদূরে একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটো রিকশা তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুললতানা বলেন, রাত সাড়ে সাতটার সময় আমাদের হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়, আমরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করি। তার মাথায় আঘাত ছিল। আঘাত জনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

এ ঘটনায় শোক জানিয়ে বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ব্যাটারিচালিত অটো রিকশা চালকদের অদক্ষতার কারণে প্রায়ই গজারিয়া উপজেলা সড়কে দুর্ঘটনা ঘটছে। জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। সুস্পষ্ট কোন নীতিমালা না থাকায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না তবে বিষয়টি আমরা লিখিতভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে জানাবো।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গজারিয়া উপজেলা সড়কের কালীতলা মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কার আহত হয়েছে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ইব্রাহিম খলিল মিয়াজী তাহসিন(২৪) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়।অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালক দ্বারা আটোরিকশা চালানোর ঘটনায় এ সড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় অনতিবিলম্বে দুর্ঘটনার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *