সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর থানার কার্যক্রম শুরু

সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর থানার কার্যক্রম শুরু

দেশজুড়ে

আগস্ট ১০, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ।।

ছয়দিন পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের আইনি কর্মকাণ্ড। এর আগে শিক্ষার্থীরা বিধ্বংস থানা কম্পাউন্ড পরিস্কার করে ব্যবহার উপযোগী করেন। এছাড়া এদিন চালু করা হয়েছে থানার কর্মকান্ডও। শনিবার বেলা সাড়ে বারোটা থেকে থানাটির পুলিশি কর্মকাণ্ড চালু করা হয়।

এসময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।এনায়েতপুর থানার পুলিশি কার্য্যক্রম পালনের জন্য মোঃ হাসিবকে অফিসার ইনচার্জের দায়িত্ব অর্পণ করেন। এর আগে সকাল থেকে থানা চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জসহ ১৫ জন পুলিশ সদস্য ও ৩ জন আন্দোলনকারী।

উক্ত কার্যক্রম অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ মাসুদ রানা, সরকারী আকবার আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আয়নুল হকসহ সর্বস্তরের জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *