আইসিএমএবিতে জাতীয় বাজেট ২০২৪-২০২৫ এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত

অর্থনীতি

জুন ২৯, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর উদ্যোগে ২৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আইসিএমএবি’ এর রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে জাতীয় বাজেট ২০২৪-২০২৫ এর উপর এক সিপিডি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও আইসিএমএবি’এর সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), পার্টনার, স্নেহাশীষ মাহমুদ এন্ড কোং। গত বছরের বাজেট এর সাথে বর্তমান অর্থবিলের পরিবর্তন ও তার প্রভাবসহ প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে তিনি আলোচনা করেন। তার আলোচনায় বাজেটের আকার, অর্থ সংগ্রহ ও বন্টন, প্রত্যক্ষ ও পরোক্ষ করে পরিবর্তন এবং খাতভিত্তিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এর অধ্যাপক ড. মো: মুশফিকুর রহমান এফসিএমএ বাজেট এর বিভিন্ন দিক এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবি’এর ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ । তিনি সিএমএ প্রফেশনালদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য এবং নতুন রাজস্ব নীতি বাস্তবায়নে আলোচনা অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইসিএমএবি’এর ট্রেজারার আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ, প্রাক্তন প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, প্রাক্তন প্রেসিডেন্ট রফিক আহমেদ এফসিএমএ, প্রাক্তন প্রেসিডেন্ট ও সদস্য মোহাম্মদ সেলিম এফসিএমএ এবং বিপুল সংখ্যক ফেলো এবং এসোসিয়েট সদস্য অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *