প্রথমবার SSC তে অংশগ্রহণ করে বাজিমাৎ বদরখালী লিটল জুয়েলস সমবায় স্কুল

দেশজুড়ে

মে ১৩, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

সাইফুল মোস্তফা, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বদরখালী ইউনিয়নে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি কর্তৃক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় বদরখালী লিটল জুয়েলস সমবায় স্কুল। উক্ত স্কুলটি কিন্ডারগার্টেন পর্যায়ে শুরু হলেও ধাপে ধাপে প্রাথমিক,নিম্নমাধ্যমিক ও গত দু বছর আগে মাধ্যমিকে উন্নীত হয়। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেআসছে। বিগত ২০২৪ সালের এস,এস,সি পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করে উক্ত প্রতিষ্ঠানের ২২ জন ছাত্র-ছাত্রী।সদ্য প্রকাশিত ফলাফলে ১০ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাশ করে রেকর্ড গড়েন উক্ত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

এ সাফল্যে স্কুলের কো-অর্ডিনেটর মাষ্টার মিনহাজ উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন ছোট বলেন; “অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষিকাদের নিবিড় পর্যবেক্ষণ ও অভিভাবকদের অান্তরিকতা এবং শিক্ষার্থীদের একাগ্রতার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে। এ সাফল্যের জন্য মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আরোবেশী এলাকাবাসীর সহযোগিতা পেলে আগামীতে ছাত্র-ছাত্রীরা আরো ভাল করবে”।ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানের অনেক প্রাক্তন ছাত্র বিভিন্ন ম্যাডিক্যাল কলেজ,বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *