নকলায় ইউএনও’র বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রেসক্লাব পরিবারের পক্ষে সম্মাননা স্মারক প্রদান

নকলায় ইউএনও’র বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রেসক্লাব পরিবারের পক্ষে সম্মাননা স্মারক প্রদান

দেশজুড়ে

জুন ৫, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

দেলোয়ার হোসেন, নকলা (শেরপুর)।।

শেরপুরের নকলায় সততা ও দক্ষতার সহিত কর্মময় জীবনের এক বছরপূর্তি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সাথে নকলা প্রেস ক্লাব পরিবার শুভেচ্ছা বিনিময় পূর্বক সম্মাননা স্মারক প্রদান করেছেন।

বুধবার (৫ জুন) ইউএনও সাদিয়া উম্মুল বানিন-এঁর নকলায় কর্মজীবনের এক বছর পূর্ণ হয়। এ উপলক্ষ্যে বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসারকে প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা প্রদানের আগে প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সিনিয়র সাংবাদিক শফিউল আলম লাভলু, সদস্য মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া, রেজাউল হাসান সাফিত, তরুণ সাংবাদিক হাসান মিয়া ও লিমন আহম্মেদ আলাদা ভাবে ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সিনিয়র সদস্য মাহবুবর রহমান, আব্দুর রফিক, এ কে এম মমিনুল বাশার বাবু, মমিনুল ইসলাম সুমন, মোফাজ্জল হোসেন, শীমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত নকলার বাহিরে অবস্থান করায় তারা মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

এদিকে ইউএনও সাদিয়া উম্মুল বানিন নকলা প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি সকলের কাছে দোয়া ও নকলার উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এদিন সকালে উপজেলায় কর্মরত সরকারি-বেসকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর নকলায় কর্মময় জীবনের এক বছরপূর্তি উপলক্ষ্যে তাকে আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিন ২০১৬ সালে ৩৪ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ওই সালের পহেলা জুন তারিখে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন।

২০২৩ সালের ৫ মে (সোমবার) পূর্বাহ্নে নকলা উপজেলায় কাজে যোগদান করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ-এঁর স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে ও নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *