বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

স্বাস্থ্য

মে ২৭, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

Association of Clinical Endocrinologists & Diabetologists of Bangladesh and Bangladesh Society of Cardiological Intervention এর যৌথ উদ্যোগে, ACEDB HTN Endocrine Focal Group এর সহযোগিতায়, জেনারেল ফার্মাসিউটিক্যালস এর সহায়তায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে এক সাইন্টিফিক সেমিনার আয়োজন করা হয় । শনিবার ১৮ মে ২০২৪ খ্রি: অনুষ্ঠিত সেমিনারটির সার্বিক সহযোগিতায় ছিল জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এই সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এর প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রফেসর ডাঃ মোঃ ফরিদ উদ্দিন এবং এর প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ কে এম ফজলুর রহমান।

হাইপারটেনশন একটি নীরব ঘাতক’ শীর্ষক এই অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ‘ন্যাশনাল গাইডলাইন অফ আপডেটেড ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন’ এবং ‘হাইপারটেনশন ম্যানেজমেন্ট – এন্ডোক্রাইনোলজিস্ট’স পার¯েপক্টিভ’। সভায় আধুনিক হাইপারটেনশন চিকিৎসার নানান দিক তুলে ধরেন ডাঃ বিজয় দত্ত, সহযোগী অধ্যাপক, এনআইসিভিডি এবং ডাঃ শারমিন জাহান, সহযোগী অধ্যাপক, বিএসএমএমইউ।

আলোচনায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশের খ্যাতনামা কার্ডিয়াক ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞরা। প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল আনসারী, প্রফেসর ব্রিগ জেনারেল মোঃ সারোয়ার খান, প্রফেসর ইন্দ্রজিত প্রসাদ, প্রফেসর খালেদ মহসিন, প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী ও প্রফেসর মোঃ জিল-ুর রহমান।

সেমিনারে বিশেষ বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর এন্ডোক্রাইনোলজি বিভাগের ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর মোঃ ফরিদ উদ্দিন। তার বক্তব্যে তিনি বাংলাদেশে বর্তমানে হাইপারটেনশন চিকিৎসা, কার্ডিওভাস্কুলার রোগের প্রগ্রেশন ও এন্ডোক্রাইন ফ্যাক্টরস এর মনিটোরিং এর আধুনিকায়নের চিত্র তুলে ধরেন। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মীর মোশাররফ হোসেন, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হসপিটাল। জেনারেল ফার্মাসিউটিক্যালসের ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ আক্তার ইকবাল তার শুভেচ্ছা বক্তব্যে সভায় উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস এর ৪০ বছরব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে অবদান তুলে ধরেন। তিনি আরো বলেন, জেনারেল ফার্মাসিউটিক্যালস ঔষধের গুণগত মান রক্ষায় সদা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল ও এনআইসিভিডির কার্ডিয়াক ও এন্ডোক্রাইনলজি বিভাগের চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *