ত্রাণের পাশাপাশি পুনর্বাসনেও এগিয়ে আসতে হবে: শাশ্বত মনির

মতামত

অক্টোবর ৮, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

শেরপুরে পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যাকবলিত ঝিনাইগাতী উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জুলগাঁও উন্নয়ন সংঘ। জুলগাঁও উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর পক্ষ থেকে বন্যাদুর্গত জুলগাঁও গ্রামের প্রায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেন সংগঠনের দায়িত্বশীল স্বেচ্ছাসেবী কর্মীরা।

৮ অক্টোবর, মঙ্গলবার সকাল থেকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় জুলগাঁও উন্নয়ন সংঘের সদস্যরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ উপহার পৌঁছে দেন।

এ বিষয়ে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, সম্প্রতি ফেনী-নোয়াখালী অঞ্চলে বন্যার ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি। এরইমধ্যে আমাদের শেরপুর-ময়মনসিংহ অঞ্চলে বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকা খুব বেশি আলোচনায় নেই। সরকারি-বেসরকারি সহায়তাও তেমন নেই।

তিনি বলেন, নোয়াখালী অঞ্চলে বন্যার সময় যেমন সারাদেশের মানুষ এগিয়ে এসেছিলো, সেই তুলনায় এই অঞ্চলে তেমন কোনো সাড়া নেই। আমি আমার নিজের এলাকা ও দেশের বিত্তবানদের প্রতি অনুরোধ করবো বন্যার্তদের পাশে দাঁড়ানোর। শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকলেই হবে না, পুনর্বাসনেও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমার নিজের এলাকা হিসেবে দায়বদ্ধতা তো রয়েছে। তাছাড়া নৈতিক জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে করি। সে হিসেবে আমার সাধ্যমতো যা পারছি তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, মো. বাধন মিয়া, খোরশেদ আলম, জামান মিয়া, লোকমান হোসেন শ্রাবণ, সাজ্জাদ হোসেন আকাশ, মামুন, মো. আক্কাস মিয়া, নাফাজ মিয়া, ফরিদ মিয়া, চান মিয়াসহ অন্যান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *