শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয়

জুন ৬, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

সারাদেশে শুরু হচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪। এ উপলক্ষ্যে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ০৫ জুন ২০২৪ খ্রি: বুধবার বিকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল পর্যন্ত সংস্কৃতি চর্চার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পূর্বের ধারাবাহিকতায় এবার দেশব্যাপী আয়োজন ‘শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪’।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশে সাংস্কৃতিক কর্মকান্ড তৃণমুল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন, আমরা চাই শিশুরা ছোট থেকেই সাংস্কৃতিক আবেহের মধ্যে সেই সুযোগ সুবিধার মধ্যে বেড়ে ওঠুক।

তিনি আরো বলেন – এই প্রতিযোগিতা সফল করতে এরই মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে। সকল গনসমাধ্যমে প্রচারের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকান্ড জোরদার করার আহ্বান জানান তিনি।

এবারের প্রতিযোগিতা ১০টি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়সমূহ হলো- ১. রবীন্দ্রসংগীত ২. নজরুল সংগীত ৩. গণজাগরণের গান (দেশাত্মবোধক/ভাষার গান/ মুক্তিযুদ্ধভিত্তিক/বঙ্গবন্ধুকে নিয়ে গান/ গণসংগীত) ৪. লোকসংগীত ৫.সাধারণ নৃত্য/ সৃজনশীল নৃত্য ৬. লোক নৃত্য ৭.শাস্ত্রীয় নৃত্য ৮.একক আবৃত্তি (কবিতা/ ছড়া) ৯.একক অভিনয় ও ১০.চিত্রাংকন। বয়সভিত্তিক বিভাগসমূহ হলো – ‘ক’ বিভাগ: ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি অথবা সর্বোচ্চ ১১ বছর, ‘খ’ বিভাগ: ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি অথবা সর্বোচ্চ ১৭ বছর, ‘গ’ বিভাগ: একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর অথবা সর্বোচ্চ ২৫ বছর। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে এবং ঢাকা মহানগর বা তার নিজ জেলা অর্থাৎ একটি স্থান থেকে অংশগ্রহণ করতে পারবে। আগামী ২৫ জুন ২০২৪ তারিখের মধ্যে সকল জেলা পর্যায়ের প্রতিযোগিতা অয়োজিত হবে। আগামী ০৭ জুন ঢাকা মহানগর উত্তর ও ০৮ জুন দক্ষিণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ০৫ জুন ২০২৪। ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে সকল জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেক জেলার প্রতিযোগী নিজ জেলা শিল্পকলা একাডেমি থেকে তথ্য সংগ্রহ ও নিবন্ধন করবে।

সকল জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত ১ম স্থান অধিকারীদের নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *