ভারতের ‘বিরাটবল’ রুখে দিতে পারে ইংলিশদের ‘বাজবল’

খেলা

জানুয়ারি ২২, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

গত কয়েক মাস ধরেই ইংল্যান্ডের টেস্ট সিরিজ মানেই আলোচনায় ‘বাজবল’। ইংলিশদের আসন্ন ভারত সফরের আগেও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার ‘বাজবল’ রুখতে ভারতের নতুন অস্ত্র হবে ‘বিরাটবল’ বলে মনে করেন সুনীল গাভস্কার।

মূলত বিরাট কোহলিকেই বুঝানো হয়েছে ‘বিরাটবল’ দিয়ে। এই অভিজ্ঞ ব্যাটার টেস্ট ক্যারিয়ারে ৩০ হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৯ সেঞ্চুরি। তার কনভার্সন রেইট প্রায় সমান সমান। অর্থাৎ কোহলি ফিফটি করলেই ৫০ শতাংশ ইনিংসকে তিন অঙ্কে নিয়ে যান।

গাভাস্কার বলেন, ‘কোহলির সমান সংখ্যক সেঞ্চুরি ও ফিফটি আছে, এর মানে তার পঞ্চাশকে সেঞ্চুরিতে পরিণত করার হার ভালো। সে যেভাবে ব্যাটিং করছে, তার (উইকেটে) বিচরণ ভালো মনে হচ্ছে। সে যে ফর্মে আছে, বলতে পারি বাজবল মোকাবেলায় আমাদের ভিরাটবল আছে।’

ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল ভারতের মাটিতে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান অনেকেই। সেই তালিকায় আছেন গাভাস্কারও। স্পিন সহায়ক উইকেটে ইংলিশদের আগ্রাসী ব্যাটিং কতটা কাজ করে দেখতে মুখিয়ে আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *