সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানি মামলা

আদালত

সেপ্টেম্বর ১০, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম ।।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেষ্ঠ্য পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তারেক কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মানহানির মামলায় কন্টেন্ট নির্মাতা মহি উদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় দশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার জামালপুর জেলা বিএনপি নেতা রুমেল সরকার বাদী হয়ে জামালপুর আদালতে মামলাটি দায়ের করেন।
জামালপুর জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ ডিসেম্বর রাত ৮টায় বাদী অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ডা. মুরাদ হাসান ও Pansiyana (পানসিয়ানা) নামক ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজের মালিক নাহিদ হেলালের একটি ভিডিও দেখতে পায়। যেখানে মুরাদ ও নাহিদকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং জাইমা রহমানের খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশে অশ্লীল-কুরুচিপূর্ণ কথা বলতে দেখা যায়।

এরকম অশালীন কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য দিয়ে আসামিরা জনগণের মনে ব্যাপক ঘৃণা ও উসকানি দিয়ে তাদের মানহানি ঘটিয়ে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। আসামিরা জাইমা রহমান ও তারেক রহমানের মানহানির অসৎ উদ্দেশ্যে মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী হওয়ায় তার নেতা ও নেতার মেয়ের নামে মিথ্যা, বানোয়াট, অশ্লীল, সুনাম নষ্টকারী ও কুরুচিপূর্ণ বক্তব্য শুনে ব্যথিত, মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছেন বলে মামলার আবেদনে বলা হয়েছে। মামলা আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের আদেশ চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *