নকলার শফিকুল ইসলাম বাবুল স্যার আমাদের মাঝে আর নেই

দেশজুড়ে

সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার নকলা উপজেলার ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম বাবুল স্যার আমাদের মাঝে আর নেই। তিনি রবিবার সকাল ৬:৫০ মিনিটের সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

তিনি শেরপুর সদর উপজেলার আলীনাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সন্তানসহ সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার সকাল সাড়ে ১১ টার সময় শেরপুর শহরে মরহুমের প্রথম জানাযা, দুপুর ২ টার সময় তাঁর কর্মস্থল নকলা উপজেলার ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা ও বিকেল সাড়ে ৫ টার সময় মরহুমের গ্রামের বাড়ির আলিনাপাড়া দাখিল মাদ্রাসা মাঠে তৃতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

তাদের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক, ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার লূৎফর রহমানসহ অন্যান্য শিক্ষকগন, গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম, বিহারিরপাড় এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, কায়দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হায়দার, কলাপাড়া মোজাকান্দা মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম মিয়া, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ আলী খান, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইনসহ অন্যান্য সাংবাদিকগনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছন। তাঁরা সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *