ফেলপসের বিশ্ব রেকর্ড ভাঙলেন মারশাঁ

ফেলপসের বিশ্ব রেকর্ড ভাঙলেন মারশাঁ

খেলা

জুলাই ২৯, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ

প্যারিস অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন ফরাসি তারকা লিওঁ মারশাঁ। বিশ্ব রেকর্ডের মালিক মারশাঁ ভেঙেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া রেকর্ড। গ্যালারিতে বসে ফেলপ দেখেছেন তার রেকর্ড ভাঙছেন মারশাঁ।

৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশাঁ। বেইজিংয়ে মাইকেল ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। ২০২৩ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্ব রেকর্ড। গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে ফেলপসের রেকর্ড ভাঙেন মারশাঁ।

৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।

আজ প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস সেন্টারে ১৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ফ্রান্সে এর আগে কখনোই এত মানুষ সাঁতার দেখেননি গ্যালারিতে বসে। দর্শকরা ঘরের ছেলে লিওঁ মারশাঁকে হাততালি দিতে ভুলেন নি। আর হতাশ করেননি মারশাঁও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *