জুলাই ১৮, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার; ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে।
মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরাইল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার এবং তা অবশ্যই অবসারণ করতে হবে, ইনশাল্লাহ তাদের হাতে দখলদার ইসরাইলের শাস্তি হবে।
হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন- ইসরাইল সর্বোচ্চ ৮০ বছর টিকবে; আর বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরাইলের পতনের ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরাইলকে নির্মূল করবে ইনশাল্লাহ।আর যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে অবশ্যই গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব।
গত ৭ অক্টোবরের অপারেশন আল-আকসা অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে জানিয়ে হাসান নাসরুল্লাহ বলেন, এই অভিযান পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে।
তিনি এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে এক দশক আগে থেকে এ অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন। সূত্র: ইরনা