নকলায় জঙ্গিবাদ ও মাদকাসক্তি প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান

নকলায় জঙ্গিবাদ ও মাদকাসক্তি প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশজুড়ে

জুলাই ১৩, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

দেলোয়ার হোসেন, নকলা (শেরপুর)।।

শেরপুরের নকলায় জঙ্গিবাদ ও মাদাসক্তি প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ।

জঙ্গিবাদ ও মাদাসক্তি প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহনে একক ও দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং শিশুদের কবিতা আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলা হয়।

এসময় জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম’র স্ত্রী স্বপরিবারে উপস্থিত ছিলেন, স্বপরিবারে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জেবুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসন শামীম, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইলিয়াস হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা ই-সার্ভিস কর্মকর্তা সাইমুন শাহানাজসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সদস্য রেজাউল হাসান সাফিত, সাংবাদিক শফিউল আলম লাভলু, তরুন সাংবাদিক হাসান মিয়া ও গোলাম হাসান লিমনসহ জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও শিল্পীগন, বিভিন্ন এলাকা থেকে আগত নানান পেশাশ্রেণির অগণিত দর্শক শ্রতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *