সিরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন এরদোগান

সিরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক

জুন ২৯, ২০২৪ ৮:২৭ পূর্বাহ্ণ

 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তার দেশের নতুন করে সম্পর্ক গড়ে না তোলার কোনো কারণ নেই।

শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর তুর্কি প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন না করার কোনো কারণ নেই।

এ সময় তিনি জোর দিয়ে বলেন যে, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষেত্রে আঙ্কারার কোনো পরিকল্পনা বা লক্ষ্য নেই।

এরদোগান বলেন, ‘যেভাবে আমরা একবার তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক গড়ে তুলেছিলাম, সেভাবেই আমরা আবার একসঙ্গে কাজ করব।’

তুর্কি-সিরিয় সম্পর্ক ১৯৯৮ সালে অবনমন হয়, যখন তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠি পিকেকে-কে সমর্থন করার জন্য সিরিয়াকে অভিযুক্ত করেছিল। সন্ত্রাসী গোষ্ঠিটি তুরস্কের বিরুদ্ধে কয়েক দশক ধরে সন্ত্রাসী অভিযান চালিয়ে বেশ কয়েক হাজার মানুষকে হত্যা করে।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার কারণে এবং পরবর্তীতে ৪ মিলিয়নেরও বেশি অভিবাসী আগমনের কারণে ২০১১ সালে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

সূত্র: ইয়েনি শাফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *