সাতক্ষীরায় বিএনপির আলোচনা সভা

সাতক্ষীরায় বিএনপির আলোচনা সভা

রাজনীতি

জানুয়ারি ৭, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শনিবার (০৭ জানুয়ারি) সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ ইফতেষার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবিধান জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে। অথচ প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সমালোচনা সহ্য করতে পারবেন না। তাহলে কেন তারা দায়িত্ব নিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচনের তথ্য সংগ্রহে সাংবাদিকদের অবাধ সুযোগ দিতে হবে। ব্যালট পেপারের মাধ্যমে ভোট করতে হবে। ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করতে হবে। পরিশেষে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যারন, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃণাল কান্তি রায়, জেলা ছাত্রদলের সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম চন্দন প্রমুখ। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *