শরিকরাও সংরক্ষিত আসন পাবে: কাদের

শরিকরাও সংরক্ষিত আসন পাবে: কাদের

রাজনীতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্রসহ ৪৮ জনকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এদের মধ্যে শরিক দলও আসন পাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ৪৮টি আর জাতীয় পার্টি দুটি আসন পাবে। আমাদের শরিক দলগুলোও পাবে সংরক্ষিত আসন। বুধবার আওয়ামী লীগের বোর্ড মিটিং হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। তিনি প্রার্থীর তালিকা চূড়ান্ত করবেন।

মিয়ানমার ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক। অস্ত্র নিয়ে প্রবেশের কোনো ঘটনা থাকলে খতিয়ে দেখা হবে।

বিএনপি ক্রমাগত মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে তাদের ১৩ জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। জেলে বন্দি অবস্থায় কী মৃত্যু হতে পারে না? বিএনপির তালিকা দেয়া উচিত কে কে মারা গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *