রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিল এস্তোনিয়া

রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিল এস্তোনিয়া

আন্তর্জাতিক

অক্টোবর ১৯, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ

ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানিয়ে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছে এস্তোনিয়া। ইউরোপের এ  দেশটির আইনপ্রণেতাদের দেওয়া এক বিবৃতিতে এ আখ্যা দেওয়া হয়।- খবর আলজাজিরার।

মঙ্গলবার রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণার পক্ষে সায় দেন এস্তোনিয়ার ১০১ এমপির মধ্যে ৮৮ জন। ঐ সময় পার্লামেন্টে  ১০ জন অনুপস্থিত ছিলেন। তবে তিনজন এমপি ভোটদানে বিরত থাকেন।

এক বিবৃতিতে বলা হয়, রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র ও রুশ ফেডারেশনকে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া দেশ’ হিসেবে ঘোষণা করছে পার্লামেন্ট।

বিবৃতিতে আরো বলা হয়, পারমাণবিক হামলার হুমকিতে ইউরোপ ও বিশ্বকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *