মারামারি করে আওয়ামী লীগ আটক হয় বিএনপির লোক: রিজভী

মারামারি করে আওয়ামী লীগ আটক হয় বিএনপির লোক: রিজভী

রাজনীতি

মার্চ ১২, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে সবসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে। কিন্তু আটক করা হয় বিএনপির লোকজন। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনেও তাই হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে—তা দেশবাসী দেখেছেন। কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজলকে। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত যুথীকে আটক করা হলো না। মারামারি করলো তারা নিজেরা নিজেরা, আর আটক হলো বিএনপির লোক।

আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি করে সুপ্রিম কোর্টের মতো জায়গাকে কলঙ্কিত করা হয়েছে’ বলে মন্তব্য করে রিজভী আরও বলেন, ‘ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। আজকে ৫ কোটি শিক্ষিত যুবক বেকার—সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই। তারা থোড়াই কেয়ার করছে না। তাছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক তরুণকে কারাগারে বন্দি রাখা হয়েছে। এক রকম বিনা বিচারেই অনেকে কারাদণ্ড ভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *