ভোমরায় কাস্টমস্ হাউজ চালুর দাবিতে মানববন্ধন সোমবার

দেশজুড়ে

মার্চ ২, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দ্রæত পূর্নাঙ্গ কাস্টমস্ হাউজ চালুর দাবিতে আগামীকাল সোমবার (০৪ মার্চ) সকাল ১০টায় ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সামনে মানবন্ধনের ঘোষণা দিয়েছেন ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটি। শনিবার (০২ মার্চ) বেলা ১১টায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভা কক্ষে আয়োজিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোমরা কাস্টমস্ হাউজ দ্রæত চালুর লক্ষ্যে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন আয়োজিত যৌথ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন সাহেবের সভাপতিত্বে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের কর্মকতাদের উপস্থিতিতে সভার শুরুতেই ভোমরা স্থলবন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে মহান জাতীয় সংসদে বক্তব্য রাখায় সাতক্ষীরা সদর ০২ আসনের মাননীয় সাংসদ মোঃ আশরাফুজ্জামান আশুকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ভোমরা কাস্টমস্ হাউজ দ্রæত চালু করার লক্ষ্যে যৌথ সভায় বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আমির হামজা, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দিপংকর ঘোষ, অর্থ সম্পাদক মোঃ আবু মুছা, কার্যকরী সদস্য মোঃ শাহানুর ইসলাম (শাহিন), ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ।ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি, রেজিঃ নং-৮৬/সাত এর কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখি সমবায় সমিতি লিঃ, রেজিঃ নং-৮৭/সাত এর কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং- ১১৫৫/১১৫৯/১৭২২/১৯৬৪ এর কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় ভার্চুয়ালী বক্তব্য পেশ করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য এবং ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সম্মানিত কার্যকরী সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। যার আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, সদস্য সচিব এ এস এম মাকছুদ খান এবং ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন ভুক্ত ০৮ (আট) টি সংগঠনের কর্মকর্তাবৃন্দ সদস্য হিসাবে যুক্ত থাকবেন বলে জানানো হয়। এছাড়া ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন করতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত উপদেষ্টা পরিষদে অনুমতি সাপেক্ষে জেলার ০৫জন সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, ভোমরা ইউনিয়নের বসবাসকারী সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, অত্র এসোসিয়েশনের বর্তমান সভাপতি, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকবৃন্দকে উপদেষ্টা কমিটিতে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা কমিটির সদস্য থাকবেন, ভোমরা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ভোমরাকে কাস্টমস্ হাউজ দ্রæত চালু করার জন্য আগামী ০৪ মার্চ (সোমবার) সকাল ১০টায় ভোমরা শুল্ক স্টেশনের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দাবী আদায়ের লক্ষ্যে পর্যায়ক্রমে মতবিনিময় সভা, মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সিদ্ধান্তও গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *