ভেঙে পড়ল ভারতের দীর্ঘতম সেতু

ভেঙে পড়ল ভারতের দীর্ঘতম সেতু

আন্তর্জাতিক

মার্চ ২৫, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে একটি নির্মাণাধীন সেতু ভেঙে অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রাজ্যটির সুপৌল জেলায় অবস্থিত ওই সেতুটি কোশি নদীর উপরে নির্মাণ করা হচ্ছিল। এটিকে ‘হাইপ্রোফাইল সেতু’ বলে অভিহিত করেছে ভারতীয় গণমাধ্যম।

শনিবার (২৩ মার্চ) এ সেতুর ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে জানানো হয়, সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যেকার এই সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম সড়ক সেতু।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় এক হাজার কোটি রুপি মূল্যে ১০ দশমিক ২ কিলোমিটারের সেতুটি নির্মাণ করছে গ্যামন ইন্ডিয়া এবং ট্রান্স রেল লাইটিং লিমিটেড।

প্রাথমিকভাবে ২০২৩ সালেই এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মহামারির জন্য ডেডলাইন পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে। যদিও ভেঙে পড়ায় সেই সময় আরো বাড়তে পারে। এর আগে গত বছর জুন মাসে বিহারের ভাগলপুরে আরেকটি সেতু ভেঙে পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *