ভারতে বাংলাদেশের ‘অন্যরকম’ চ্যালেঞ্জ নিয়ে যা বললেন লিটন

ভারতে বাংলাদেশের ‘অন্যরকম’ চ্যালেঞ্জ নিয়ে যা বললেন লিটন

খেলা

সেপ্টেম্বর ১১, ২০২৪ ৬:০৯ পূর্বাহ্ণ

পাকিস্তান সিরিজে কোকাবুরা বলে খেলে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। কিন্তু আসন্ন ভারত সফরে কোকাবুরা বল থাকছে না, তার জায়গা নেবে এসজি বল। বাংলাদেশের ব্যাটারদের জন্য এসজি বল বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন এই টাইগার ক্রিকেটার। এ সময় এসজি বইলের প্রসঙ্গ এলে লিটন বলেন, ‘ভারতে বলটাও বদলে যাবে। এসজি বলে খেলা কিছুটা কঠিন। বিশেষ করে কোকাবুরাতে নতুন বল খেলা কঠিন, পুরোনো বলে খেলা একটু সহজ। কিন্তু এসজিতে নতুন বলে খেলা তুলনামূলক সহজ, পুরোনো বলে খেলাই কঠিন।’

এসজি বল নিয়ে চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন পেসার শরিফুল ইসলামও। রোববার (৮ আগস্ট) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এই পেসার বলেছিলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে, আরও ভালো মতো নেব। বল যেহেতু একটা ফ্যাক্ট, আমরা খেলছি কোকাবুরা বলে। এখন খেলব এসজিতে–এটার সঙ্গে আমরা যত মানিয়ে নিতে পারব, ততই আমাদের জন্য ভালো। সুতরাং বলের সঙ্গে মানিয়ে নিতে পারলে আমরা হয়তোবা ভালো একটা ফল পাব ইনশাল্লাহ।’

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি এসেছে লিটন দাসের ব্যাটে। টেস্টে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ের কৌশল গ্রহণের ব্যাখ্যা দিয়ে এই ব্যাটার বলেন, ‘আমার কাছে যেটাকে রান করার বল মনে হয়, আমি ওটাতেই রান করার চেষ্টা করি। যেকোনো ফরম্যাটেই এখন মানুষ রানটাকে প্রাধান্য বেশি দেয়। আমার কাছে মনে হয়, আমি টেস্টে যে ধরনের ব্যাটিং করি, টেস্টে এখন সবাই সেরকম আক্রমণাত্মক ক্রিকেটটাই বেশি খেলে। তাতে আউটের সম্ভাবনা বেশি থাকলেও সঙ্গে রান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *