‘বিশ্বকাপের সূচি আর পরিবর্তন হবে না’

‘বিশ্বকাপের সূচি আর পরিবর্তন হবে না’

খেলা

আগস্ট ২৩, ২০২৩ ৯:১১ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আয়োজক দেশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে তারা আর সূচি পরিবর্তন করবে না।

৯ ও ১০ অক্টোবর হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস এবং পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ রয়েছে। টানা দুই ম্যাচের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হায়দরাবাদের পুলিশ।

এ বিষয়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হেমাং আমিন জানিয়েছেন, এ মুর্হূতে বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয়।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) প্রশাসক কমিটির সদস্য দুর্গা প্রসাদ বলেন, আমরা বিসিসিআইয়ের সাথে আলোচনা করেছি এবং তারা ইঙ্গিত দিয়েছে এ মুহূর্তে বিশ্বকাপের সূচি পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য তাদের সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি আরও বলেন, আমরা বুঝতে পেরেছি, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ইতোমধ্যে একটি বিবৃতি দিয়েছেন। আমাদের জানানো হয়েছে, শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করা চ্যালেঞ্জিং এবং আমরা ম্যাচগুলো সুশৃঙ্খলভাবে শেষ করার ব্যবস্থা করছি। আমাদের শহরের পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

গত ২৭ জুন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিসিসিআই।

৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ অংশ নেবে- ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *