নভেম্বর ১, ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ণ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের অন্যতম বড় শহরের মেয়র থাকাকালীন অপরাধ দমনে বিচারবিহীন হত্যা বা ডেথ স্কোয়াডের মতো বিধান চালু রেখেছিলেন বলে স্বীকার করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট রুদ্রিগো দুর্তাতে। সরকারি তদন্তের আগে তিনি স্বীকার করেছেন, তথাকথিত মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে তিনি গ্যাংস্টার দিয়ে বিচারহীন হত্যাকাণ্ড চালিয়েছেন।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, রুদ্রিগো দুর্তাতে তার নির্বাচনী শহর দাভাওতে অপরাধ দমনে জাতীয়ভাবে কাজ করার ঘোষণা দিয়ে ২০১৬ সালে বিশাল জয়ের মাধ্যমে প্রেসিডেন্ট পদে জয়ী হন। এরপর তিনি মাদকবিরোধী অভিযানের নামে হাজার হাজার ব্যক্তিকে হত্যা করেন। এ কাজে তিনি পুলিশকে ব্যবহার করেছিলেন। তার এই বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করেছে।
সোমবার (২৮ অক্টোবর) সিনেটে শুনানির সময় দুর্তাতে বলেছেন, তিনি এ কাজে পুলিশকে উৎসাহ দিতেন। যাতে এগুলোকে আইনী বৈধতা দিতে পারে।
দুর্তাতে বলেন, ‘আমার নীতি নিয়ে কোনো প্রশ্ন করবেন না, এর জন্য আমি কোনো ক্ষমাও চাচ্ছি না, কোনো অজুহাতও নেই। আমি জানি আমি কী করেছি, আপনি বিশ্বাস করুন বা নাই করুন- এ কাজ আমি শুধু দেশের জন্য করেছিলাম। কারণ আমি মাদককে ঘৃণা করি। সুতরাং এ নিয়ে আমার কোনো ভুল নেই।’
তিনি স্বীকার করেছেন, সন্দেহভাজনদের হত্যার জন্য তিনি পুলিশ প্রধানের কোনো অনুমতি নেননি। এছাড়া তিনি যে ডেথ স্কোয়াড তৈরি করেছিলেন সেটি পুলিশের মাধ্যমে নয় বরং গ্যাংস্টারদের মাধ্যমে তৈরি করেছেন।
ফিলিপাইন সরকার জানিয়েছেন, দুর্তাতে মাদক বিরোধী অভিযানের নামে ৬ হাজার ২৫২ জনকে পুলিশ এবং তার গ্যাংস্টার দ্বারা গুলি করেছেন। তবে অধিকার কর্মীরা বলেছেন, সংখ্যাটা আরো বেশি।