বরিশালের হয়ে খেলবেন ইফতিখার

বরিশালের হয়ে খেলবেন ইফতিখার

খেলা

নভেম্বর ২, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে নতুন বছরের শুরুতেই। ফলে আগে থেকেই শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছে ইফতিখার আহমেদের নাম। পাকিস্তানের এই ক্রিকেটার সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের হয়ে খেলবেন।

সোমবার বরিশাল দল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে ইফতিখারের বরিশালের হয়ে খেলার কথা নিশ্চিত করে। সেখানে তারা লিখেছে, ‘স্বাগতম ইফতিখার আহমেদ। পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদকে ফরচুন বরিশাল পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

এর আগে একই দিন সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজের মাধ্যমে জিম্বাবুইয়ান ক্রিকেটার রায়ান বার্লকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে।

সেখানে লিখা হয়েছে, ‘জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান ও লেগ স্পিনার রায়ান বার্ল এখন স্ট্রাইকার! রায়ান বার্ল বর্তমানে আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলছেন। আমরা রায়ান বার্লকে আমাদের সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *