পুলিশের মুখোমুখি অবস্থানে জামায়াত

রাজনীতি

অক্টোবর ২৮, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধিঃ

বর্তমান সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর মতিঝিলে সমাবেশ ডেকেছে জামায়াতে ইসলামী। পুলিশের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় তাদের সমাবেশ ঘিরে অনিশ্চয়তা থাকলেও আরাগবাগ এলাকায় ইতোমধ্যে জড়ে হয়েছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মীরা। পুলিশ অনুমতি দিতে পারে এই আশায় সেখানে অবস্থান নিয়েছেন ধর্মভিত্তিক দলটির নেতাকর্মীরা।

বেলা সোয়া ১১ টার দিকে মতিঝিলের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার নেতা-কর্মী একত্রিত হয়। ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ। কিন্তু জামায়াত-শিবিরের সংখ্যায় তুলনায় পুলিশের উপস্থিত সেখানে অনেক কম।

জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। তবে তারা শাপলা চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে রাখে।
জামায়াতের নেতাকর্মীরা বলেন, তাদেরকে কোনভাবে আটকে রাখা যাবে না। তারা যথাসময়ে সমাবেশ স্থলে উপস্থিত হবেন এবং শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *