নোয়াখালীর সুপারম্যান এবার সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশজুড়ে

জানুয়ারি ২৫, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

রিপন মজুমদার জেলা প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্বেগে
নোয়াখালী সেনবাগে শীতার্তদের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম বার)

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে বুধবার ২৫ জানুয়ারী নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম বার) নোয়াখালী সেনবাগ থানা প্রাঙ্গণে তৃতীয় লিঙ্গের মানুষ, ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহাদের মাঝে কম্বল বিতরণ করছেন। এসময় শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে ছুটে আসা প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ,পথশিশু সহ সবাইকে সুশৃঙ্খলভাবে নিজ হাতে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে খুশি অসহায় শীতার্তরা।

এবিষয়ে মোঃ শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা জুড়ে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীসহ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন সদ্ভাব মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
এসময় ছয় শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেণ। এভাবে আগামীতেও পর্যায়ক্রমে পুরো জেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোঃ নাজমুল হাসান রাজিব, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল ভিপি , সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নেতা জিএস মোশাররফ হোসেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী সহ সেনবাগ থানার অফিসার ও ফোর্সগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *