দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ যতদ্রুত সম্ভব নেয়া হবে: কাদের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ যতদ্রুত সম্ভব নেয়া হবে: কাদের

রাজনীতি

জানুয়ারি ২২, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যতদ্রুত সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে। আজকে দলের জরুরি বৈঠকে সে বিষয় নিয়ে আলোচনা হবে।

রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, সারাবিশ্বেই দ্রব্যমূল্য বেড়েছে, এ বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। যতদ্রুত সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া হবে। আজকে দলের জরুরি বৈঠকে সে বিষয় নিয়ে আলোচনা হবে।

ওবায়দুল কাদের এ সময় বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি সব হারিয়ে এখন কালো পতাকার নামে; শোক মিছিল করছে। তারা শোকসাগরে নিমজ্জিত।

সরকার বিরোধী তৎপরতায় নিমজ্জিত বিএনপি এখন অগ্নিসন্ত্রাসের সাথে যুক্ত করেছে গুজব সন্ত্রাস বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি যতোই সরকারের পতন ঘটাতে চাইবে, সরকারের ততোই উত্থান ঘটবে। কথার বোমা মেরে এ সরকার উৎখাত করা যাবে না। তারা সরকারের পতনের জন্য আন্দোলন করতে গিয়ে নিজেরাই পতনের কিনারায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *