জমিদারতন্ত্রের এই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে: রিজভী

জমিদারতন্ত্রের এই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে: রিজভী

রাজনীতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় নির্বাচন করে সরকার মনে করেছে সারা বাংলাদেশের জমিদার হয়ে গেছে। এ জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াই থামবে না। কারণ ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীদে দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ শেষে এসব কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘সারাদেশে এখন সামাজিক নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। কুষ্টিয়ায় এক যুবককে ১০ টুকরা করেছে ছাত্রলীগ নেতা, তিনি নিজেই স্বীকার করেছেন। এ অবস্থায় দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। বিএনপিসহ সমমনা দলগুলো যে আন্দোলন করছে, তা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্রে ফিরিয়ে আনার লড়াই। এ লড়াই অব্যাহত থাকবে।

বাংলাদেশ চরম অন্ধকারে নিমজ্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক ও সামাজি ক্ষেত্রে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘টেকনাফ সীমান্তে গুলাগুলি চলছে। সীমান্তে বাংলাদেশের কৃষকরা ভয়ে কাজ করতে পারছে না। তারা অনাহারে চরম কষ্টে দিন কাটাচ্ছে। এদিকে সরকার হাত গুঁটিয়ে বসে আছে। একটা প্রতিবাদ পর্যন্ত করার সাহস তাদের নেই। এ পরিস্থিতি চলতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *