গাজাযুদ্ধে ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করছেন নেতানিয়াহু

গাজাযুদ্ধে ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধবিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে এবার বরখাস্ত করার পরিকল্পনা করছেন। গাজাযুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু; কিন্তু ইয়োভ গ্যালান্ট তার বিরোধিতা করে আসছেন।

ইসরাইলের সরকারি টেলিভিশন চ্যানেল কেএএন সোমবার ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহুর অফিস এবং ডানপন্থি নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন সার-এর মধ্যে গ্যালান্টকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

কেএএন জানিয়েছে, একটি ঘোষণা আসন্ন হতে পারে। এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেনগভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে।

তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালান্ট এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *