গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান মালালার

গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান মালালার

আন্তর্জাতিক

জুন ৩০, ২০২৪ ৮:৫৫ পূর্বাহ্ণ

গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ অবিলম্বে থামাতে বলেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। উপত্যকায় ‘স্থায়ী’ যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তিনি। শনিবার জিও টিভির এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মালালা লিখেন- ‘এটা অগ্রহণযোগ্য যে গাজার শিশু এবং পরিবারগুলো বেঁচে থাকার জন্য লড়াই করছে এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।’

গত অক্টোবর থেকেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি তুলে আসছেন মালালা। এর পাশাপাশি তার নামে প্রতিষ্ঠিত সংগঠন দুর্গত মানুষের জন্য উন্নয়নমূল কাজ করে আসছে গাজায়।

তিনি বলেন, ‘গত বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতির আহ্বানের পাশাপাশি শিশুদের এবং তাদের পরিবারকে চিকিৎসা ও মানবিক ত্রাণ প্রদান করতে ফিলিস্তিন শিশু ত্রাণ তহবিলে সহযোগিতা করে আসছে মালালা ফান্ড।’

মালালা আরো বলেন, ‘বর্তমানে, গাজার ৬ লাখ ২৫ হাজারেরও বেশি শিশু স্কুলে যেতে পারছে না, তাদের আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ নেই। ’

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলে ঢুকে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজায় টানা নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ৮ মাসের বেশি সময় ধরে চলমান এই হামলায় গাজায় প্রায় ৩৭ হাজার ৬৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়। আহত হয়েছে ৮৬ হাজার ৪২৯।

অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় অন্তত এক হাজার ১৩৯ ইসরাইলির। এছাড়া তাদের কাছে বন্দি আছেন কয়েক ডজন ইসরাইলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *