ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা বললেন এরদোগান

ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক

জুলাই ১০, ২০২৪ ৮:০৩ পূর্বাহ্ণ

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান পেজেশকিয়ানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। দুই নেতা তুরস্ক-ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

পেজেশকিয়ানকে এরদোগান বলেন, তিনি বিশ্বাস করেন গভীর ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে প্রতিষ্ঠিত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন যুগে আরও বিকশিত হবে।

এসময় তিনি তার মেয়াদের সাফল্যও কামনা করেন।

মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে অতি রক্ষণশীল সাঈদ জালিলিকে পরাজিত করে শুক্রবার রানঅফ নির্বাচনে জয়ী হয়েছেন পেজেশকিয়ান।

দেশটিতে গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৩৯ দশমিক ৯২ শতাংশ। যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। প্রথম দফায় ৪ জন প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি।

এরপর দ্বিতীয় ধাপে গড়ায় নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি ১০ শতাংশ বেড়েছে। তবে ৫০ শতাংশ ভোট দানে বিরত ছিল।

সূত্র: ডেইলি সাবাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *