‘আগে যা অর্জন করতে পারিনি, এবার তা করতে চাই’

‘আগে যা অর্জন করতে পারিনি, এবার তা করতে চাই’

খেলা

মে ২৯, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

মা বলতেন, তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাইদের দলে তুই কবে খেলবি। এটাই ছিল জাকের আলীর মায়ের স্বপ্ন। তাই তার বাংলাদেশ দলের অংশ হওয়া মানে, মায়ের স্বপ্ন পূরণ হওয়া।

জাকের বলেন, ‘দল হিসাবে আমি চাইব, প্রতিটি ম্যাচে ভালো পারফরম্যান্স করতে এবং জিততে। দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এ বিষয়টা সব সময় ভাবনায় থাকে। ইচ্ছা আছে, যা আগে অর্জন করতে পারিনি, এবার যেন তা অর্জন করতে পারি।’

তিনি যোগ করেন, ‘যখন শুনলাম আমি দলে আছি, তখন থেকে ম্যাচ দেখা শুরু করে দিয়েছি। কার সঙ্গে কীভাবে খেলতে হবে, কোন প্রতিপক্ষের সঙ্গে কী রকম কৌশল নিতে হবে, সেগুলো নিয়ে ভাবছি। সেভাবেই এগোচ্ছি।’

তার কথায়, ‘কাছের সবাই গর্ববোধ করে। আম্মার স্বপ্ন ছিল, আমি দেশের হয়ে খেলব। উনি সব সময় বলতেন, তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাইদের দলে তুই কবে খেলবি। এটাই আমার আম্মার স্বপ্ন ছিল। এখন তিনি খুব গর্ববোধ করেন। আব্বা যতদিন ছিলেন, মাঠে বসে থাকতেন। আব্বা যখন থাকতেন না, আমার বোন নিয়ে যেত।’

জাকের বলেন, ‘আমার বড় ভাইকে দেখে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তৈরি হয়। আমি যখন ক্রিকেট দেখা শুরু করি, সেসময় আমার ভাইও ক্রিকেট খেলত। এসব কারণে সবার ভালো সমর্থন পেয়েছি। আমি ২০১০ সালে বিকেএসপিতে ট্রায়াল দিই, এখানে আসার পর স্বপ্ন বড় হতে থাকে। শুরুতে স্বপ্ন এত বড় ছিল না। তবে এখানে এসে যখন বড় ভাইদের দেখলাম, মনে হলো স্বপ্ন বড় করতে হবে। যদি আমি হবিগঞ্জে বসে থাকতাম, আমার মনে হয় না এতদূর আসতে পারতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *