শুটিংয়ে পা ভাঙলেন নবাগত নায়িকা

বিনোদন স্লাইড

এপ্রিল ১১, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ

জাকিয়া মাহা। জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা। কয়েকদিন আগে এ নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল জাজের ফেসবুক পেজ থেকে।

সৈকত নাসিরের ‘পাপ’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছিল মাহাকে। ৬ এপ্রিল প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহা। বিশাল পরিসরে শুটিং করছিলেন নির্মাতা। মাহা প্রথম শটেই ওকে করেছিলেন।

তারপর ঠিকঠাক চলছিল শুটিং। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। শুটিংয়ে পা ভাঙেন মাহা। শনিবার (৯ এপ্রিল) রাতে চেজিং দৃশ্য করার সময় পায়ে আঘাত পান তিনি। এ সময় তার সহশিল্পী ছিলেন রোশান। মাহার পা ভাঙার ছবি শেয়ার করে খবরটি জানানো হয় জাজ মাল্টিমিডিয়ার পেজ থেকে।

এখন কেমন আছেন? জানতে চাইলে রোববার (১০ এপ্রিল) রাতে মাহা বলেন, ‘বাসায় বিশ্রামে আছি। পায়ে প্রচণ্ড ব্যথা করছে। হাড় ভেঙে গেছে। ওষুধ খাচ্ছি, আমার জন্য দোয়া করবেন।’

ঘটনার বিবরণ দিয়ে নবাগত এ নায়িক বলেন, ‘রোশান, রাসেল রানা ও আমি সিন করার প্রস্তুতি নিচ্ছিলাম। ৪৯ নম্বর সিন করতে গিয়ে হঠাৎ করে পায়ে প্রচণ্ড আঘাত পাই। দ্রুত আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তার বলেছেন, দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে।’

একাধিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জাকিয়া মাহা। সবশেষ ২০১৫ সালে শোবিজে পা রাখেন তিনি। এতদিন পর বড় পর্দায় অভিষেক প্রসঙ্গে জানতে চাইলে নবাগত এ অভিনেত্রী বলেন, ‘আমাকে এমবিবিএস শেষ করতে হয়েছে। ডাক্তার হওয়ার পর আমার স্বপ্নপূরণের পথে হাঁটতে হয়েছে।’

মাহা জানান, ২০১৫ সালে বাংলাদেশ মেডিকেল থেকে এমবিবিএস শেষ করেছেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডার। নড়াইলে পোস্টিং হয়েছিল কিন্তু যোগদান করেননি। বর্তমানে বাবার ব্যবসা দেখাশোনা করছেন। পাশাপাশি সিনেমায় অভিনয় করবেন।