শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ফ্লপ সিনেমা, ওঠেনি খরচের টাকাও

শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ফ্লপ সিনেমা, ওঠেনি খরচের টাকাও

বিনোদন স্পেশাল

নভেম্বর ১, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ

নব্বইয়ের দশকে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ দিয়ে প্রথমবার কাঁপিয়েছিলেন বক্স অফিস। একই বছর মুক্তি পায় ‘কর্ণ অর্জুন’। পরপর শাহরুখের এই দু’টি ছবিই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে।

তবে আজ থেকে প্রায় এক দশক আগে ২০১১ সালে অনুভব সিংহের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাওয়ান’। ছবিটিতে ভিএফএক্স প্রযুক্তির উচ্চ মানের ব্যবহার দেখা যায়। এই সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল ১৩০ কোটি টাকা।

সিনেমাটিতে নায়িকা ছিলেন কারিনা কাপুর। এছাড়া ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখের ‘চর্চিত’ প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। তবুও বক্স অফিসে লাভের মুখ দেখেনি সেই ছবি।

অনেকে মনে করেন, ছবিটি ব্যবসা করতে পারেনি বলেই নাকি কারিনা আর শাহরুখের সঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি।

এক দশক আগে ‘রাওয়ান’ ছবি তৈরিতে এত খরচ হলেও মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। শুধু তাই নয়, শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ব্যর্থ সিনেমা হিসেবে ধরা হয় এই ছবিটিকে।

বলিপাড়া সূত্রে খবর, ‘রাওয়ান’ ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ১১৪ কোটি টাকার ব্যবসা করে। সে হিসেবে খরচের ১৩০ কোটিও তুলতে পারেনি।

সিনেমাটি ব্যর্থ হওয়ার পর বলিপাড়ার একাংশ কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘শাহরুখের প্রেমিকাও ছবিটিকে ফ্লপ হওয়ার হাত থেকে বাঁচাতে পারেনি।’

তবে বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘রাওয়ান’ যদি ১৩ বছর আগে মুক্তি না পেয়ে এই সময় মুক্তি পেত, তাহলে ভালো ব্যবসা করত। ঠিক সময় মুক্তি পায়নি বলেই ছবিটির এই দুর্দশা।

এক পুরনো সাক্ষাৎকারে ছবির পরিচালক অনুভবকে ‘রাওয়ান’ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘আমি শাহরুখকে হতাশ করেছি বলে মনে হয়। আমার কাছে সুযোগ ছিল, কিন্তু আমি ভালো ছবি বানাতে পারিনি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *