জাতীয় দলের উঠতি ক্রিকেটার শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ভূয়সী প্রশংসা করেছেন শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নওয়াজ।
এই নাভিদ নওয়াজের অধীনেই ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ট্রফি জিতে নেয় বাংলাদেশ। বিশ্বকাপ ট্রফি জয়ে অনন্য অবদান রেখেছেন পেসার শরিফুল ও ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশকে বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া নাভিদ নওয়াজকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
দীর্ঘদিন বাংলাদেশে কাজ করে যাওয়া নাভিদ নওয়াজ এবার ঢাকায় এসেছেন নিজ দেশের সহকারী কোচ হিসেবে। দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকায় এসে টাইগার যুবাদের প্রশংসা করেছেন নাভিদ।
তিনি বলেন, আমি এখন অন্য দলের ড্রেসিং রুমে থাকতে পারি, তবে ওদের স্কিল আছে যে কোনো পরিস্থিতি সামলানোর। আমি এখন কোথায়, এতে কিছু যায় আসে না। ওরা আন্তর্জাতিক ক্রিকেটে এর মধ্যেই সাফল্য পেয়েছে এবং ভবিষ্যতেও অনেক দেশে সফর করবে, অনেক পরিস্থিতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ক্রিকেট খেলতে হবে।
জয় ও শরিফুলের প্রশংসা করে টাইগার যুবাদের সাবেক কোচ বলেন, আমি মনে করি, জয়-শরিফুল দুজনই দুর্দান্ত ক্রিকেটার। একদিন ওরা বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হবে। ওরা এতটাই ভালো। অনেক দিন ওদের সঙ্গে দেখা হয় না। আমাকে দেখে নিশ্চয়ই খুশিই হবে!