রুশ সীমান্তে ইউক্রেনের গোলাবর্ষণ, নিহত ২

রুশ সীমান্তে ইউক্রেনের গোলাবর্ষণ, নিহত ২

আন্তর্জাতিক

অক্টোবর ২৩, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ

রাশিয়ার বেলগোরোড সীমান্তের কাছে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি বলেন, শেবেকিনোত শহরে দুপক্ষের গোলাগুলিতে প্রায় ১৫ হাজার লোকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ লাইন মেরামত করতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগবে।

শেবেকিনো হচ্ছে বেলগোরোড শহরের বাইরে একটি রাশিয়ান বসতি, যা ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত।

ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ লাভের আবেদন প্রত্যাহার করে নেয়। মূলত সে জন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছিল রাশিয়া। কারণ ১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে এবং ঐতিহাসিকভাবেই রাশিয়া পাশ্চাত্য আধিপত্যবাদবিরোধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *