মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র সহ দুইজন গ্রেফতার

দেশজুড়ে

আগস্ট ২৪, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোটার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সিলেট ঢাকা হাইওয়ে রোডস্থ মীরনগর হতে মাধবপুর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী সুভাষ ভৌমিকের পিকআপের ড্রাইভার নয়ন দেবনাথের কাছ থেকে আড়াই লক্ষ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ৬ ঘণ্টার ভেতর মাধবপুর থানার ওসি তদন্ত আতিকুর রহমানের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান,এসআই তরিকুল ইসলাম, এ এস আই জিয়া, এ এস আই নুরুল হক, সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৫০০০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হল মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ নাজিম মিয়া (২৮) ও মোঃ আবু কালামের ছেলে মোঃ ওয়াসিম মিয়া (২৯)। উভয়ই মাধবপুর উপজেলার, জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের বাসিন্দা।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাধবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে মাধবপুর থানা সূত্রে জানা গেছে।