এপ্রিল ২৮, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ
চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোর মতোই পরিচালক সমিতির যেকোনো আয়োজন ঘিরে আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার (২৬ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দুই নম্বর ফ্লোরে ইফতার মাহফিল ঘিরে ছিল সম্প্রীতির মিলনমেলা।
এদিন প্রযোজক, পরিচালক, শিল্পী, প্রদর্শক সমিতির নেতারা ছাড়াও দেড় হাজার চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি সমিতির নিজস্ব ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিলে অংশ নেন গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, আব্দুল লতিফ বাচ্চু, ছটকু আহমেদ, প্রযোজক খোরশেদ আলম খসরু, গোলাম কিবরিয়া লিপু, প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলসহ ১৯ সংগঠনের নেতারা।
এ ছাড়াও শিল্পী সমিতি থেকে উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, নিপুণ, কেয়া, শাহনূর, কমল পাটেকর, জ্যাকি আলমগীরসহ অনেকে। পরিচালকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বদিউল আলম খোকন, মুশফিকুর রহমান গুলজারসহ প্রবীণ নির্মাতারা।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘অতীতেও আমরা সম্প্রীতির বন্ধনে আমাদের কার্যক্রম পরিচালিত করেছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও আমরা আমাদের অঙ্গনের লোকসহ বিনোদন সাংবাদিকদেরও আমন্ত্রণ করেছি। আমাদের অনুষ্ঠানে বিনোদন সাংবাদিকরা অনেকেই উপস্থিত হয়েছিলেন।’