মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী (শেরপুর)
২৪ বোতল বিদেশী হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ারসহ শেরপুরের নালিতাবাড়ীতে আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল। শুক্রবার (৯ জুন) ভোরে নালিতাবাড়ী উপজেলার পুর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুজ্জামান ওই এলাকার ফছির উদ্দিনের ছেলে।
র্যাব সুত্রে, উদ্ধারকৃত হুইস্কি ও বিয়ার এর আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানায়।
এ বিষয়ে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানা গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।